সারা বাংলা

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় পাসপোর্ট অফিস।

আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহর মেয়ে। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের আবেদন করেছিলেন।

তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া জন্ম নিবন্ধন সনদ রয়েছে। তার সঙ্গে পাসপোর্ট অফিসে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. মিজান এসেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চৌকিদার মো. মিজান বলেন, ‘পাসপোর্ট অফিসে ওই তরুণীর সঙ্গে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা, এটা জানতাম না।’

ইউনিয়ন পরিষদের সচিব মো. ইদ্রিস বলেন, ‘উদ্যোক্তারা এই জন্ম নিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।’

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একে এম আবু সাইদ বলেন, ‘সকালে পাসপোর্ট করতে আসেন ওই তরুণী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। একপর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশি নাগরিক নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট অফিস থেকে আটক করে এক তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে, ২০১৮ সালের ১৫ মার্চ ৪ জন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়।