সারা বাংলা

ক্ষেতে কাজ করার সময় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

মাগুরায় ক্ষেতে কাজ করার সময় আতর মুন্সী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আতর মুন্সী ওই গ্রামের সালাম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ক্ষেতে সবজি পরিচর্যা করছিলেন আতর মুন্সী। এ সময় প্রতিপক্ষের ৪-৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি তাকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহতাবস্থায় আতর মুন্সীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই সবুজ মুন্সী বলেন, ‘এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে আব্দুল মান্নান ও মোরাদ মোল্যার সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। ওই বিরোধের জেরে আজ বিকেলে আতর মুন্সীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ মোরাদ মোল্যাসহ তার সমর্থকরা। আতর মুন্সী আব্দুল মান্নানের সমর্থক ছিলেন।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধের জেরে খুন হয়েছেন আতর মুন্সী। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।’