সারা বাংলা

হিলি ইমিগ্রেশনে সার্ভার জটিলতা, দুর্ভোগে দুই দেশের যাত্রীরা

সার্ভার জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ধীর গতিতে চলছে। ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে আটকা পড়েছে শতশত পাসপোর্ট যাত্রীরা। ফলে দুর্ভোগে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ রোগী ও দুই দেশের মধ্যে যাতায়াতকারী নারী-পুরুষরা।

শুক্রবার (৩১ মার্চ) সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, ইমিগ্রেশন চত্ত্বরে কয়েক‘ শো যাত্রী ভারতে যাওয়ার অপেক্ষায় বসে আছেন। কেউ চিকিৎসা, কেউ আত্মীয়র বাড়িতে, কেউ ব্যবসা, কেউবা ভ্রমণে যাওয়ার জন্য হাতে পাসপোর্ট ভিসা নিয়ে দাঁড়িয়ে-বসে আছেন ইমিগ্রেশন চেকপোস্টের সামনে ও আশপাশের এলাকায়। সকাল থেকে তাদের এই অপেক্ষা। কখন এসব পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যেতে পারবেন তা জানেন না তারা। আবার ভারত থেকে দেশে চলে আসা যাত্রীদেরও একই অবস্থা। সার্ভার সমস্যার কারণে দেশে আসার পরও বিলম্ব হচ্ছে নিজ বাড়ি ফিরতে তাদের। 

গতকাল সকাল থেকে সার্ভার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দুই দেশের যাত্রীরা। তবে লোকাল সার্ভার দিয়ে কোনোভাবে কাজ করছেন এই ইমিগ্রেশনের কর্মকর্তারা।

জয়পুরহাট থেকে ভারতে যাবেন আবুল কালাম আযাদ। ভোরেই তিনি হিলি চেকপোস্টে এসেছেন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ভোর থেকে বসে আছি। শুনেছি  সার্ভার সমস্যা। কখন ভারতে যাবো জানি না।’

খানসামা থেকে আসা ভারতগামী যাত্রী মহন্ত লাল বলেন, ‘ভারতে যাবো চিকিৎসার জন্য। বই দিয়েছি কখন যে সিরিয়াল পাবো জানি না। তাড়াতাড়ি ভারতে পৌঁছানো দরকার।’

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আমাদের হিলি ইমিগ্রেশনের সার্ভার বন্ধ রয়েছে। ঢাকায় কাজ চলছে, এছাড়াও গতকাল রাতে লোক ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতে সার্ভারের সমস্যা দূর হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা গতকাল থেকে লোকাল সার্ভার দিয়ে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে সময় একটু বেশি লাগছে।’