সারা বাংলা

পানির ট্যাংকসহ উল্টে গেলো ট্রাক্টর, শিশুর মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় পানির ট্যাংকসহ একটি ট্রাক্টরের পেছনে লগানো ট্রলি উল্টে গেছে। এসময় ট্রলির নিচে চাপা পড়ে আল আমিন হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোকাদ্দেসুর রহমানের ছেলে।  

আহত অপর শিশুর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাস্তার পাশে আল আমিনসহ আরও কয়েকজন শিশু খেলা করছিল। রাস্তা সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৫ হাজার লিটার পানির ট্যাংকি নিয়ে যাচ্ছিল একটি ট্রাক্টর। এসময় ট্রাক্টরটির পেছনে লাগানো ট্রলিটি পানির ট্যাংকি নিয়ে  উল্টে শিশুদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। গুরুতর আহত শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ওই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।