সারা বাংলা

১০৯ কেজি গাঁজা জব্দ, আটক ১ 

কুমিল্লা থেকে গাজীপুরে পাচারকালে ১০৯ কেজি গাঁজাসহ ফয়সাল মামুন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১।

আটক ফয়সাল মামুন নোয়াখালীর সেলিম মিয়ার ছেলে। 

রোববার (১৬ এপ্রিল) র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে একটি কাভার্ডভ্যানে গাঁজার বড় চালান গাজীপুর হয়ে শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছে বলে খবর আসে। পরে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকার শাহিনের চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা। গতকাল রাত আড়াইটার দিকে সন্দেহভাজন কভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজাসহ দুটি মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। এসময় আটক হন ফয়সাল মামুন। 

তিনি আরও জানান, আটক ফয়সাল মামুনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।