সারা বাংলা

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি

চুয়াডাঙ্গায় টানা ১৭ দিন তাপদাহ প্রাণীকুল ও প্রকৃত পুড়ছে। পুড়ছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে নদ-নদী, খালসহ বিভিন্ন জলাশয়। এই জেলায় আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলে ৩৮ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান এতথ্য জানান।

এদিকে, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গাসহ জেলার আলমডাঙ্গা ও দর্শনায় বৃষ্টির জন্য ইসতিসকারে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। 

চুয়াডাঙ্গার ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের টাউন ফুটবল মাঠে ইসতিসকারের নামাজ পড়েন। মাওলানা আব্দুর রাজ্জাকের ইমামতিতে কয়েক শ মুসল্লি ২ রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর দরবার মোনাজাত করেন। এসময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।