সারা বাংলা

পদ্মা সেতু: ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতু পার হওয়ার সময় সেতু বিভাগের দেওয়া নির্দেশনা না মানায় ৯ মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়।

ট্রাফিক পুলিশ জানায়, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন করা হয়েছে। কিন্তু মোটরসাইকেল চালকরা ওই লেনে গাড়ি না চালিয়ে মূল লেনে উঠে পড়েন। পরে মোটরসাইকেল চালকদের গতি রোধ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে ৯ মোটরসাইকেল চালক পাশের মূল লেনে উঠে পড়েন। পরে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের গতিরোধ করে ৯ চালককে ৩ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।