সারা বাংলা

সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৩ এপ্রিল) ভোরে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে বাংলাদেশের অনুমানিক ১০০ গজ অভ্যন্তরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মারা যাওয়া যুবক সাদিকুর শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলার-উপ চকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়- শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, বিএসফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি, এছাড়াও আমরাও কোনো গুলি চালায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল চলমান রয়েছে।