সারা বাংলা

স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা 

নেত্রকোনার বারহাট্টায় স্কুল থেকে ফেরার পথে মুক্তি বর্মন (১৬) নামে এক ছাত্রীকে কুপিয়ে হত‌্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে এই ঘটনা ঘটে। কাউছার মিয়া নামে এক যুবক তাকে হত‌্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মুক্তি বর্মণ ওই এলাকার নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। কাউছার মিয়া একই গ্রামের সামছু মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম মুক্তি বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রকোনা থেকে স্কুল ড্রেস পরিহিত মুক্তি বর্মণ নামে শিক্ষার্থীকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, দুপুর দুইটার দিকে ওই স্কুলছাত্রী সহপাঠীদের সঙ্গে বাড়িতে ফিরছিলো। রাস্তায় কাউছার নামে এক যুবক এসে দা নিয়ে অতর্কিতভাবে মুক্তিকে কোপাতে শুরু করে। এতে সহপাঠীরা ভয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে মুক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনার পথে মুক্তি বর্মণ মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।