সারা বাংলা

মাদারীপুরে চুরির অপবাদে শিশুকে নির্যাতন 

মাদারীপুরের কালকিনিতে মোবাইল চুরির অপবাদে এক শিশুকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, পূর্ব শত্রুতা ও গ্রাম্য দলাদলির জেরে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়েছে।  

সোমবার (২২ মে) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী একই ইউনিয়নের বাসিন্দা।

আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার গ্রুপের দাবি, এসএসসি পরীক্ষার্থী শুভর পকেট থেকে একটি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই শিশু। একপর্যায়ে তাকে চোর সন্দেহে লাঠি দিয়ে মারধর করে ফেলে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এদিকে, গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন এই নির্যাতনের ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করেছেন শিশুটির মা। তিনি বলেন, ‘আমার ছেলের হাত ও পাসহ শরীরে বিভিন্নস্থানে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।’ 

যার কাছ থেকে ভুক্তভোগী শিশু মোবাইল চুরির চেষ্টা করে সেই শুভ বলেন, ওই ছেলে আজ আমার প্যান্টের পকেটে থাকা মোবাইল চুরি করেছে। তাই তাকে এলাকাবাসী পিটিয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি করেছে।