সারা বাংলা

মাথায় কাঠের বাটামের আঘাত, দুই সপ্তাহ পর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে মাথায় কাঠের বাটামের আঘাতে আহত হয়ে দুই সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় স্বপন শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে মাথায় আঘাত করা আসামি সুজন এখনও পলাতক রয়েছেন।

স্বপন শেখের স্বজনরা জানায়, পাওনা টাকা চাওয়ায় তার মাথায় ফার্নিচারের দোকানি সুজন কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এতে তার কপালের হাড় ভেঙে আট টুকরো হয়ে যায়। অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে স্বপনকে ঢাকা মেডিক্যালে আনা হয়। ১৪ দিন পর বৃহস্পতিবার (২৫ মে) আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যান। 

স্বপন চরভদ্রাসনের সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের শেখ জামালের ছেলে। তিনি চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন।

স্বপনের বড় ভাই সেলিম শেখ জানান, গত ১১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএস ডাঙ্গী গ্রামের আদর্শ স্কুল রোডে ফার্নিচারের দোকানে পাওনা টাকা চাইতে গেলে স্বপনের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করেন দোকানি সুজন। এরপর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যায়।   তিনি জানান, সুজনের বাড়ী ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারের পিয়ারপুর এলাকায়। ঘটনার পর সুজন পালিয়ে যায়। পরের দিন (১২ মে) স্বপনের মামা হযরত আলী মুন্সি বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। তবে সুজন এখনও আটক হয়নি।

স্বপনের স্ত্রী ও এক বছরের ছেলে রয়েছে। 

এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।