সারা বাংলা

ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত তামজিদ আহমেদ (১৯) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে ও ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমীর খেলোয়াড় ছিলেন।

ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমীর সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, বুধবার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমীর সঙ্গে ফ্রেন্ডস স্পোর্টস একাডেমী ঢাকার খেলা চলছিল। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা তামজিদ আহমেদ গুরুতর আহত হন। পরে অন্য খেলোয়াড়েরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, ‘নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।’