সারা বাংলা

লোডশেডিং আরও কিছু দিন চলবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (৩ জুন) দুপুরে সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গরম অনেক বেড়ে গেছে। তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরে চলে গেছে। কোথাও ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে। এই মুহূর্তে কিছুটা লোডশেডিং চলছে। এই কারণে আমরা দুঃখিত। চলমান লোডশেডিং আরও কিছু দিন চলবে। জাতীয় গ্রিডে প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে।’

আগামী ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘গত ২৫ মে থেকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ আছে, দ্বিতীয় ইউনিট আগামী ৫ জুনের পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ কয়লার অভাব দেখা গেছে এবং সেটা আসতে আরও ২০-২৫ দিন লেগে যাবে।’

নসরুল হামিদ বলেন, ‘এখানে একটা বড় বিদ্যুৎ আমরা পাচ্ছি না সিস্টেমে। এই কারণে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। লোডশেডিং বেড়ে গেছে। তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগ গ্যাস ডাইভার্ট করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।