সারা বাংলা

এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে নিহত নিহত তানভীর খান রিয়াদ (১৮) হত্যা মামলার প্রধান আসামি রবিউল আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টির নিশ্চিত করেছেন। 

আসামি রবিউল উপজেলার বীর হাজিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহত রিয়াদ একই গ্রামের স্বপন খানের ছেলে। তিনি পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ওসি আসাদুজ্জামান জানান, গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী থানাধীন কালশি মোড় থেকে আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে রবিউলের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এছাড়া মামলায় এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গত ২৮ মে রাতে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো বোনের দেবর রবিউলের ছুরিকাঘাতে খুন হন রিয়াদ। ওইদিনই ছিল রিয়াদের চলতি বছরের এসএসসি পরীক্ষার শেষ দিন। এ ঘটনায় নিহতের বাবা স্বপন খান ১২ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রিয়াদ খুনের মূল আসামি রবিউলের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর শুক্রবার ঢাকার কালশি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।