সারা বাংলা

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। পূর্বের বাজেটের নানা কাজ চলমান রয়েছে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেশি।