সারা বাংলা

১২১ ট্রাকে ভোমরা বন্দরে এলো ৩৬৩০ মেট্রিক টন পেঁয়াজ

পেঁয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১২১টি ট্রাকে ৩ হাজার ৬৩০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আজ ১২১টি ট্রাকে ৩ হাজার ৬৩০ মেট্রিকটন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। ভোমরা বন্দর দিয়ে পেয়াজ আমদানি অব্যাহত আছে। 

তিনি আরো জানান, প্রতি টন পেঁয়াজ ২২০-২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। 

এদিকে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে প্রবেশের আগেই নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির দাম কমেছে সুলতানপুর বড়বাজারে। এই বাজারে পেঁয়াজ এখন প্রতি কেজি পেঁয়াজ ১০-২০টাকা কমে বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, দেশিয় ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এরপর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে বাজারে।