সারা বাংলা

নরসিংদীতে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ

তীব্র তাপদাহে নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে- তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভার নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, ‌‘প্রচণ্ড গরমে আমাদের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা চলাকলীন সময় হঠাৎ করে অসুস্থ হতে থাকেন। সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে আমি শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’ 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক সুমন সরকার বলেন, ‘প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করায় এমন ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সকালে নাস্তা করে আসেনি। তাই তারা গরমে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’