সারা বাংলা

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও চালকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। মধ্যরাতে সদর উপজেলার মাদারজানী এলাকায় ঢাকাগামী একটি মুরগি ভর্তি পিকআপ রাস্তার উপর উল্টে যায়। এ সময় ঢাকাগামী লেনটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটি রাস্তার ওপর থেকে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি সরিয়ে নেওয়ার পূর্বেই উল্টো পথে গাড়ি চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।  শুক্রবার (৯ জুন) বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি ।