সারা বাংলা

মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত হলেন সিরাজুল আলম খান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। শনিবার (১০ জুন) বিকেলে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে তাকে সমাহিত করা হয়। দাফনের আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শনিবার দুপুরে পৈতৃক ভিটায় সিরাজুল আলমের লাশ আনা হয়। তখন এলাকার সব শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।