সারা বাংলা

সিসিক মেয়রের সঙ্গে অস্ট্রেলিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সাক্ষাৎ

সিলেটে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া। পর্যটন, শিক্ষাসহ অন্যান্যখাতে সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অস্ট্রেলিয়ার সরকার কাজ করছে। 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেন এ আগ্রহের কথা জানান। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসভবনে তার সঙ্গে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. সাচা ব্লুমেনের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে অস্ট্রেলিয়ান সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক উন্নয়ন বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন। সিসিক মেয়রের এই প্রস্তাবকে স্বাগত জানান ড. সাচা ব্লুমেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী, মেয়রর সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।