আষাঢ় মাস, বর্ষাকাল। মেঘের গর্জন আর অঝরে ঝরছে বৃষ্টি। বাইরে তাকিয়ে দেখি বাতাসের ঝাপটায় সবকিছু উড়ে যাওয়ার উপক্রম। এর মাঝেই একটি মা মুরগি তার বাচ্চাদের আগলে রেখেছে পরম মমতায়। দৃশ্যটি চোখে পড়ে দিনাজপুরের হিলির দক্ষিণ পাড়ায় একটি বাড়ির দেওয়ালের পাশে। মা তো মাই। শত প্রতিকূলতার মধ্যেও বাচ্চাদের একটু আঁচড়ও লাগতে দেয়নি।
শনিবার (১ জুলাই) সকালে হিলিতে শুরু হয় মেঘের গর্জন আর মুষলধারে বৃষ্টি। এ সময় একটি মা মুরগি তার ৭টি বাচ্চা নিয়ে কোনো জায়গা না পেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একটি বাড়ির দেওয়াল বেছে নেয়। বৃষ্টিতে মাসহ বাচ্চারা অনেকটাই ভিজে গেছে। তার ডানা দুটো মেলে ধরে ভেতরে নিয়েছে বাচ্চাদের। শরীরের উষ্ণতায় বাচ্চাদের গরম করেছে, আর ঝড়-বৃষ্টি আর মেঘের গর্জন থেকে রক্ষা করেছে।
এ এক মায়ের ভালোবাসা, আর মাতৃত্ব। মা তো মা, তার তুলনা কী কারো সঙ্গে হয়! স্বার্থে আঘাত লাগলে এ জগতে সবাই, সবাইকে ছেড়ে চলে যায়, শুধু যেতে পারে না মা।
বৃষ্টিতে সন্তানদের রক্ষায় মা মুরগির এমন দৃশ্য দেখে রবিউল ইসলাম নামের একজন পথচারী বলেন, ‘মায়ের কী ভালোবাসা, ৬ থেকে ৭টা বাচ্চা নিয়ে একটা মা মুরগি দেওয়ালে পাশে দাঁড়িয়ে আছে। নিজে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তবুও সে বাচ্চাদের ডানার ভিতর নিয়ে বসে আছে।’
এদিকে আমার মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের মুখে শোনা একটি ঘটনার কথা। একদা হযরত মুহাম্মদ (সা.) সাহাবীদের নিয়ে বসে ছিলেন। এমন সময় এক লোক বাচ্চাসহ একটি পাখির বাসা নিয়ে হাজির, মা পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ছে, চেঁচামেচি করছে। তখন মহানবী (সা.) লোকটিকে বললেন, বাসাসহ কেন পাখির বাচ্চাদের নিয়ে এসেছো? এখানে রেখে দূরে সরে যাও। বাচ্চাদের রাখতেই মা পাখিটা বাচ্চাদের কাছে আসলো এবং তাদের ডানার ভেতর নিলো। তখন নবীজী সবাইকে ডেকে বললেন, দেখো মায়ের কি ভালোবাসা, এত মানুষ দেখেও মা পাখিটি ভয় পায়নি।
মানুষ আর পশু-পাখির মধ্যে অনেক বৈচিত্র থাকলেও মায়ের কোনো পার্থক্য নেই। নিজের জীবন বাজি রেখে সন্তানের জীবন বাঁচান, এটাই মায়ের ধর্ম। কোনো কিছু পাওয়ার আশায় মা তার বুকের সবটুকু ভালোবাসা, স্নেহ আর মমতা দেন না। এ ভালোবাসা স্বার্থহীন। বিপদে সন্তানকে বাঁচানোর তাগিদে কখনো কখনো মা হয়ে যান বাঘের চেয়েও হিংস্র।
এই মা মুরগিটাও তার ব্যতিক্রম নয়, বাচ্চাদের রক্ষার্থে আকাশেও উড়াল দিয়ে কাকের সঙ্গে লড়াই করে। আবার কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর হাত থেকে বাচ্চাদের রক্ষা করে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার এক জ্বলন্ত দৃষ্টান্ত, মা মুরগির এই ভালোবাসা।