টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাফি মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি ব্রাক্ষানশাসন এলাকায় মো. বাবলু মিয়ার ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে রাফি হামিদপুর থেকে ঘাটাইল যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রাফি নিহত হন। পরে প্রাইভেটকারটি রেখে চালক পালিয়ে যান।’