সারা বাংলা

কংস নদীতে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার

নেত্রকোণার কংস নদীতে যাত্রীবাহী ফেরি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে মাহবুব (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কংস নদীর ডেউটুকোন এলাকা থেকে ওই কিশোরের ভাসমান মরদেহটি উদ্ধার করে।

নিহত মাহবুব স্থানীয় ডেউটুকোন গ্রামের রেনু মিয়ার ছেলে।

নিখোঁজ অন্য দুজন হলেন, পূর্বধলার মারকান্ডা এলাকার সাহেব উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৬) এবং অজ্ঞাত আরও একজন রয়েছেন।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক কিশোরের লাশ আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অন্য দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশসহ স্থানীয় লোকজন কাজ করছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কংস নদীর পূর্বধলা উপজেলার জামধলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাট এলাকায় নদীটির মাঝামাঝি স্থানে যাত্রীবাহী ফেরী নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ও সাঁতরে ২০ জন যাত্রী তীরে উঠলেও নিখোঁজ হন তিনজন।