জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বাবু চেয়ারম্যানসহ ৬ আসামির জামিনের আবেদন করেন বিবাদী পক্ষের আইনজীবী।
আসামিরা হলেন- সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, আন্দোলন সরকার ও মকবুল।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন। এর আগে, এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।
প্রসঙ্গত, সাংবাদিক নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি এলাকায় বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে হামলার শিকার হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
এই ঘটনায় ১৭ জুন নিহত সংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২জনের নামে এবং নাম না জানা আরও ২০-২৫ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা করেন।
সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত ২নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ এখনো ১৭জন পলাতক রয়েছেন।