সারা বাংলা

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‌‌‘আমরা জানি কারা নির্বাচন ভন্ডুল করতে চায়। তারা নির্বাচন করতে দেবে না বলে হুঙ্কার করে বেড়ায়। জনগণের সমর্থন না থাকায় ভয়ে তারা নির্বাচনকে বানচাল করার জন্য পায়তারা করছে। কিন্তু দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

শনিবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে বরগুনা শহরের টাউনহল মিলনায়তনে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে এই কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‌বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে তাদের বিদেশি প্রভুদের কাছে মিথ্যা বানোয়াট নালিশ করছে। তারা প্রতিদিন মিথ্যাচার করে। দেশের মানুষ শান্তিতে আছে, বাংলাদেশ উন্নতির শিখায় যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারে উন্নয়নের কর্মকাণ্ড দেখে যারা অস্বীকার করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিএনপি জামাতিরা যখন সরকারে এসেছে তখনই তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। তারা খ্রিষ্টানদের গির্জায় হামলা করেছে। মসজিদও তাদের হাত থেকে রক্ষায় পাইনি। 

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে যথা সময়ে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

বরগুনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপিত কে এম আ. রশীদের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান প্রমুখ।