সারা বাংলা

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলে সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মুর্শিদ আলম (৩৫) নামের অপর মোটরসাইকেল আরোহী।

বুধবার (১৯ জুলাই) রাতে উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল দর্শনা থানার কুড়ালগাছী গ্রামের সেতু হকো মোল্লার ছেলে ও আহত মুর্শিদ আলম একই থানার রুদ্রনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, একই উপজেলার কুড়ুলগাছী গ্রামের আনন্দবাজারের রাতুল মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুর্শিদ আলমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দর্শনা পুরাতন বাজার মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন এবং মুর্শিদকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নিহত রাতুলের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে যান।

ঘটনার সংবাদ পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে রেখেছে।