সারা বাংলা

চট্টগ্রাম ১০ আসনের ভোট গ্রহণ সম্পন্ন

ভোটার উপস্থিত আশাব্যাঞ্জক না হলেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন। 

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় সংসদীয় এই আসনে ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে গণনা। 

এর আগে, একই দিন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এসময় কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেলেও অনেক কেন্দ্র ছিলো ভোটার শুন্য। নির্বাচনী এলাকার ১৫৬টি ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই ভোট পড়ার হার ছিলো ১০ থেকে ১৫ শতাংশ। অনেকে কেন্দ্রে এর চেয়েও কম ভোট পড়েছে। তবে নির্বাচন শেষ হওয়ার পর প্রদানকৃত ভোটের হার এখনো নিশ্চিত করেনি নির্বাচন কমিশন। 

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন ভোট গণনা চলছে।