সারা বাংলা

সিকৃবির শিক্ষকের চেষ্টায় বানরটি বনে ফিরছে

এক ব্যক্তি চিকিৎসার জন্য বানরের বাচ্চা অধ্যাপক সুলতান আহমেদের প্রাইভেট ভেটেরিনারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। ওই লোকটি জানান, দীর্ঘ দিন ধরে তিনি বানরটি নিজের আয়ত্তে রেখে পালছেন। বন্যপ্রাণী ধরা, আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ বিষয়টি তাকে বুঝিয়ে বানরের বাচ্চাটি উদ্ধার করেন অধ্যাপক ডা. সুলতান আহমেদ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের ওই শিক্ষকের চেষ্টায় বানরটি এখন বনে ফিরছে।

রোববার (৬ আগস্ট) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের মাধ্যমে বানরটি অবমুক্ত করণের লক্ষ্যে সিলেটের টিলাগড় ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অধ্যাপক সুলতান আহমেদ জানান, লোকটিকে বুঝিয়ে তার থেকে বানরের বাচ্চাটি উদ্ধার করা হয়। বর্তমানে ইকোপার্ক কর্তৃপক্ষ বানরটি অবমুক্ত করার ব্যবস্থা করবে।

ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে বানরের বাচ্চাটি হস্তান্তর করা সময় আরও উপস্থিত ছিলেন প্রাধিকারের সাংগঠনিক সম্পাদক তারেক সিদ্দিকী ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান খোন্দকার।