সারা বাংলা

পাঁচ দিন পর বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ শুরু 

ভারি বৃষ্টিতে প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ডুবে টানা পাঁচ দিন অন্ধকারে থাকার পর বান্দরবানে বিদ্যুৎ ফিরেছে। পাহাড়ি ঢলের মধ্যে রোববার (৬ আগস্ট) রাতে বান্দরবান জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এতে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, বন্যার মধ্যে গত রোববার রাত থেকে বান্দরবান জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার থেকে পানি কমতে থাকলেও গোটা জেলা ছিল বিদ্যুৎহীন। সংকট চলছিল ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানির সংকটও ছিল এলাকায়।

বান্দরবানের স্থায়ীয় বাসিন্দা উমংছিং মার্মা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোবাইল ফোন বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এখন মোটর দিয়ে পানি তুলছেন, পানির সংকটও কেটে যাবে বলে মনে করছেন তিনি। 

বান্দরবান বাজারের ব্যবসায়ী বিমল ঘোষ জানান, মনে হচ্ছে অনেক বছর পরে বিদ্যুৎ এসেছে। চার-পাঁচ দিন ধরে মোমবাতি দিয়ে বেচাকেনা করতে হয়েছে।

বালাঘাটা এলাকার বাবলু মারমা জানান, বান্দরবান বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বালাঘাটা, কালাঘাটা, বড়ুয়ারট্যাক, নিউগোলসান ও আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী দীপ্ত চক্রবর্তী জানান, বান্দরবান বাজার এলাকায় দুটি ট্রান্সমিটার দিয়ে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বেশির ভাগ ট্রান্সমিটার বন্যার পানিতে ডুবে ছিল। ঢাকা থেকে বিশেষজ্ঞ কারিগরি টিম এসে বুধবার রাত থেকে মেরামত করছে। পৌনে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা গেছে। খুব দ্রুত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।