নারায়ণগঞ্জ সদর থানার মাদক মামলায় শাহাবুল হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শিপ্রা মোদক জানান, এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে র্যাব বাদী হয়ে মামলা করলে পুলিশ মাত্র ২০ দিনের মাথায় ২৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।