নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাঁ, ইয়াবা ও হিরোইনসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটে (সিটিইউ)।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল এতথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- খালিদ হাসান রবিন, আকাশ, ইমরান রহমান মিঠুন, আক্তার হোসেন ও কাউসার।
পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে পাগলা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৫০ কেজি গাজাঁ, ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা কুমিল্লা জেলার ভারত সীমান্ত এলাকা থেকে কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।