সারা বাংলা

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের আসামি নুরু গ্রেপ্তার 

ময়মনসিংহের ফুলপুরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। বুধবার (১৬ আগস্ট) দিবাগত মধ্য রাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরাকূড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০২২ সালে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত করা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। তিন দিন আগে তিনি হালুয়াঘাটের আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নূরুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।