সারা বাংলা

নারায়ণগঞ্জে ডোবার পানিতে ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) এবং নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে আজিজ ও আনাফ বাড়ির পাশে খেলা করতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পায়নি। পরে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পাশের ডোবায় জুতা দেখতে পেয়ে সেখানে শিশুদের খুঁজতে নামেন স্বজনরা। এ সময় ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।