সারা বাংলা

কয়েস উদ্দিনের মরদেহ মেডিকেল কলেজে দান

জামালপুরের ভাষাসংগ্রামী ও গণসঙ্গীত শিল্পী কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিজবাড়িতে মারা যান চিরকুমার ও শতবর্ষী এই দেশপ্রেমিক। তার শেষ ইচ্ছা অনুযায়ী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহ দান করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ভাষাসংগ্রামী কয়েস উদ্দিন সরকারের নিজবাড়ি বেলটিয়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় দয়াময়ী কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে জেলা (সদর) মডেল মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  

জানাজা শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে দান করা হয়। এই মরদেহ সেখানকার শিক্ষার্থীদের শিক্ষণে ব্যবহার করা হবে।