সারা বাংলা

নরসিংদীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, আহত ১

নরসিংদী শহরের পরিত্যক্ত কাপড়ের ঝুটের গোডাউনে আগুন লেগেছে। এতে একজন আহত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শাপলা চত্বর বাংলালিংক টাওয়ারের পাশে নয়ন মিয়ার তিনটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ নামে। সকাল থেকে থেমে থেমে আগুন জ্বলতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, গোডাউনগুলো থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

প্রতিষ্ঠানটির মালিক নয়ন মিয়া বলেন, ‘রাত আড়াইটার সময় হঠাৎ করে আমার গোডাউনে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রাতে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তারা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে।’ 

তিনি দাবি করেন, সব মিলিয়ে ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মচারী রুবেল (৩৪) আহত হয়েছে। তার চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।