সারা বাংলা

বরগুনায় শিবিরের ৬ কর্মী গ্রেপ্তার

বরগুনার বামনার ছোনবুনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্র শিবিরের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও ক্রেস্ট জব্দ করা হয়।

রোববার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬), একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (১৭) ও বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার (২৪), বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬) এবং ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)। 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল হোসেন জানান, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।