সারা বাংলা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুব‌কের আত্মহত্যা

রাজবাড়ী‌তে ট্রেনের নিচে ঝাপ দিয়ে বাবুল শেখ (২৪) নামে এক যুব‌ক আত্মহত্যা করেছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে বাবুপাড়া ক‌সিমউদ্দিন বিদ্যাপিঠ এলাকায় এ ঘটনা ঘ‌টে ।

বাবুল শেখ রাজবাড়ী‌ সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জোকাই গ্রা‌মের কয়াত শে‌খের ছেলে।

স্থানীয়দের বরাতে রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদাহগামী শাটল ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে চন্দনী ইউনিয়নের বাবুপাড়া পৌঁছে। সে সময় বাবুল শেখ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি সোমনাথ বসু আরও বলেন, খবর পেয়ে জিআরপি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।