সারা বাংলা

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় মশা বাহিত রোগটিতে মৃত্যুর সংখা দাঁড়ালো পাঁচ জনে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস মনু (৫০)। তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে।

ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস গত বুধবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা দিকে তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে। এদের মধ্যে ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।