সারা বাংলা

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়িসহ আটক ৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর শহরের কানুয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার উপজেলার পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জোমাদ্দারের স্ত্রী ও উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী-শাশুড়িসহ ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- মুনিম জোমাদ্দার, ছবি, শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজীব।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জোমাদ্দারের ছেলে মুনিম জোমাদ্দারের সঙ্গে ভান্ডারিয়া শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে মুক্তার বিয়ে হয়।

সম্প্রতি পারিবারিক কলহের কারণে মুক্তাকে তার স্বামী মারধর করেন। এ ঘটনায় মুক্তা বাবার বাড়ি চলে যান। গতকাল সকালে ডাক্তার দেখানোর কথা বলে মুক্তাকে বাহিরে নিয়ে যান মুনিম। পরে ভান্ডারিয়ার চেচরী রামপুর ব্রিজের কাছে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, মুক্তা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।