সারা বাংলা

রাজবাড়ীতে নৌকা ডুবি, একদিন পর কৃষকের লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কৃষক কুদ্দুস মন্ডলের (৫০) লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবাসপুর এলাকার চর আফরা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া কুদ্দুস হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. উজির মন্ডলের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকালে কুদ্দুসসহ ১০-১২ জন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। সে সময় কুদ্দুস ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠে আসেন। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষকে উদ্ধারে অভিযান শুরু করে পদ্মা নদীতে।

পাংশা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রয়েন আহম্মেদ বলেন, গতকাল সকাল ৯টার দিকে আমাদের একটি টিম উদ্ধার অভিযানে যাই। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল থেকে নিখোঁজকে উদ্ধারে আবারো পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে যেখানে নৌকা ডুবেছিল তার থেকে ৩-৪ কিলোমিটার দূরে চর আফরা এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।