সারা বাংলা

খুলনায় যুবদলের সহ-সভাপতি সাগরসহ ১০ নেতা কারাগারে 

খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়।

নেতারা হলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, যুবনেতা শেখ নাদিমুজ্জামান জনি, নাসিম, রবি, হেলাল হোসেন গাজী ও বেলাল হোসেন গাজী।

আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, খুলনা থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জুলাই বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে ১৪ জনের নাম উল্লেখসহ ৯৪ জনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) খুলনা সিএমএম আদালতে আত্মসসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম মমিনুন নেছা আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো আদেশ দেন।

তৌহিদুর রহমান তুষার বলেন, ১৪ জনের মধ্যে এবাদুল হক রুবায়েত অন্য মামলায় পুর্বে থেকে কারাগারে আছেন। মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি হেলাল আহমেদ সুমন ও যুবনেতা আসাদুজ্জামান মিঠু আত্মসমর্পণ করেননি।

জামিন নামঞ্জুরের খবর পেয়ে আদালতপাড়ায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত হয়ে তাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। 

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে বন্দি করে বর্তমান ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছেন, গণবিস্ফোরণে সেই স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি চলমান একদফা আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।