সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- নবীনগর উপজেলার বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুলে মেয়ে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার মাইশা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ফুটবল নিয়ে খেলা করছিল জান্নাতুল রাইসা ও রাইকা আক্তার মাইশা। হঠাৎ তাদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিকটস্থ জলাশয়ে ফুটবল ভাসতে দেখে জেলেদের নামালে মৃত অবস্থায় দুই শিশুর লাশ পানির নিচে থেকে উদ্ধার করা হয়।

লাউর ফতেহপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ইসমত আরা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।