সারা বাংলা

যাত্রীবাহী বাস থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪৫টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জিএস ট্রাভেলের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় চার প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।

বাসের সুপারভাইজার বলেন, কাছিমগুলো বস্তাবন্দী করে ফেনী থেকে বাগেরহাটের উদ্দেশ্যে তুলে দেন এক ব্যক্তি। কিশোরটি কাছিমগুলো নিয়ে যাচ্ছিল।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, উদ্ধার করা কাছিমগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।