সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জের ৬ গ্রামে বিদ্যুৎ নেই ৫ দিন

সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন রয়েছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী ছয়টি গ্রামের মানুষ। বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রাংশ বন্ধ থাকায় কৃষকরা জমিতে সেচ কাজ করতে পারছেন না। পাশাপাশি মোবাইলে চার্জ দিতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এদিকে, কবে নাগাদ বিদুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে পদ্মা নদীর তলদেশে বসানো সাবমেরিনের সবগুলো ক্যাবল ছিঁড়ে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর লক্ষ্মীপুর, দক্ষিণ পাঁকা, নিশাপাড়া চর ও কদম তলা। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উজিরপুর ইউনিয়নের সেতারা পাড়া। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্য নারায়ানপুর গ্রামটিতেও বিদ্যুৎসেবা বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত পাঁচদিন ধরে চরাঞ্চলে বিদ্যুৎসেবা বন্ধ থাকায় তারা পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না তারা। সমস্যা এড়াতে তাদের জ্বালানি তেলের শ্যালো মেশিনেই ভরসা করতে হচ্ছে। অনলাইনে মোবাইল ব্যাংকিং, মুঠোফোনের নেটওয়ার্কের সেবার পাশাপাশি সরিষা-ধান-গম ভাঙানো মেশিনও বন্ধ রয়েছে। এসবের বিকল্পও নেই তাদের কাছে। 

পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের বাসিন্দা আসাদুল্লাহ জানান, গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ সেবা পাচ্ছেন না তার গ্রামের শতাধিক বাসিন্দা। ফলে  দৈনন্দিন কাজের পাশাপাশি অন্যান্য বিদ্যুৎ পরিসেবা পেতেও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকার মেম্বার- চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. আবদুল মালেক জানান, প্রায় কয়েকশ পরিবার গত কয়েকদিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না। তারা সবাই সাবমেরিন ক্যাবলের সাহায্যে বিদ্যুৎ সেবার আওতায় ছিলেন। সমস্যার কথা সংশ্লিষ্টদের জানিয়েছি। তারা আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। 

তিনি আরও জানান, সাবমেরিন ক্যাবলের সাহায্যে চরাঞ্চলে বিদ্যুৎ আসার কারণে মানুষের জীবন মান বদলে গেছে। কিন্তু এখন বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসলে মোবাইল ফোনে চার্জসহ অন্যান্য কাজ করা যেতো। কিন্তু গত ৫ দিন ধরে চরাঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। এলাকার মানুষজন পদেপদে ভোগান্তিতে পড়ছেন।

চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ছানোয়ার হোসেন জানান, গত রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের সিংহভাগ জনবল অন্য আরেকটি জায়গায় কাজ করছেন। ফলে এখানকার সাবমেরিন ক্যাবলটি মেরামতে সময় লাগতে পারে।