চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক রিপন (৪২) নামে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রহনপুর-নাচোল সড়কের বহিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাংক কর্মকর্তা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজপাড়ার সইজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি) পদে কর্মরত ছিলেন।
গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিকেলে অটোরিকশাযোগে ব্যাংক কর্মকর্তা ও তার বন্ধু নাচোল থেকে রহনপুর যাচ্ছিল। পথে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হন্তান্তর করা হবে বলেও জানান ওসি মাহবুব।