সারা বাংলা

বগুড়ায় মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় মাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে মো. হেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, একইদিন বিকেলে সংবাদ সম্মেলনে আসামি গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

গ্রেপ্তার হেলাল উদ্দিন সোনাতলা উপজেলার গাড়ামারা গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। তিনি গাজিপুরের একটি গার্মেন্টেসে চাকরি করতেন।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন জানান, গত ২৫ আগস্ট দিবাগত রাতে জাহেরা বেওয়াকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জাহেরার বড় ছেলে কামাল শেখ ২৭ আগস্ট বাদী হয়ে সোনাতলা থানায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে হেলালকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে নিজের মাকে হত্যার ঘটনায় হেলালকে গ্রেপ্তার দেখানো হয়।

মীর মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক দ্বন্দ্ব বা শত্রুতামূলকভাবে অন্যকে ফাঁসানোর কোনো ঘটনা রয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে।