সারা বাংলা

‘বাজার স্থিতিশীল না হলে কঠোর অবস্থান নেবে সরকার’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, ‘বাজার স্থিতিশীল না হলে কঠোর অবস্থান নেবে সরকার। প্রয়োজনে ডিমের মতো আলুও আমদানি করা হবে।’  

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রংপুরের একটি হিমাগার অভিযানে এসে তিনি একথা বলেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারের লাগাম টানতে ডিম, পেঁয়াজসহ আলুর দাম বেধে দিয়েছে সরকার। সরকার নির্ধারিত দাম কার্যকর করতে প্রথম থেকেই মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর।

আরও পড়ুন: প্রয়োজনে ডিমের মতো আলুও আমদানি করা হবে।’

আজ সকালে রংপুরের আরমান কোল্ড স্টোরেজ নামের একটি হিমাগারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। অভিযানে অবৈধ মজুদ ও পরিকল্পিতভাবে বাজার অস্থিতিশীল করার অপরাধে হিমাগারের জেনারেল ম্যানেজার রেজাউল করিম লেবু ও ব্যবসায়ী রাসেলকে আটক করা হয়। 

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশের বাজারে এখনো দুই মাসের আলু মজুত আছে। কিন্তু হিমাগার মালিক ও ব্যবসায়ীদের যৌথ সিন্ডিকেট আলুর বাজার অস্থিতিশীল করছে। 

এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক ফজলুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রংপুর জেলা প্রশাসন, আলু ব্যবসায়ী ও হিমাগর মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। মতবিনিময়ে সরকারের নির্ধারিত ২৭ টাকা কেজি দরে হিমাগারে আলু বিক্রির নির্দেশ দেন তিনি।