সারা বাংলা

ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসূল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার পদ্ম-পুকুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোলাম রসূল মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিল গোলাম রসুল। পথিমধ্যে আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গোলাম রসূলের মৃত্যু হয়।