সারা বাংলা

খালে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর শাখা ভটেরখাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, দুপুরে ভটেরখালে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।