সারা বাংলা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল (৪৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার স্ত্রী সন্তানসহ পরিবারের আরও ৭ সদস্য।

জাহিদ ইকবাল রাণীশংকৈল থানা থেকে বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা দেয়। পরে মাইক্রোবাসটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ডের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, মাইক্রোবাসে ৮ জন ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন। নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় এলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহত পুলিশ পরিদর্শকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।